“গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে নারী সমাজকে এগিয়ে আসতে হবে”—তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি মানবিক রাষ্ট্র গঠনের জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “এ দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য নারী সমাজকে বিশেষ ভূমিকা পালন করতে হবে।”
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত বিএনপির অঙ্গসংগঠন মহিলা দলের এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া দরকার, তেমন দেশ গড়তে হলে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার জন্য নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
নারীদের ভূমিকাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও নারীরা সাহসিকতার পরিচয় দিয়েছেন। নারী শক্তিকে উপেক্ষা করে কোনো রাষ্ট্র সামনে এগোতে পারে না। তবে দেশের বাস্তবতায় অর্থনৈতিকভাবে নারীরা এখনো অনেকটাই পিছিয়ে। তাদের সাবলম্বী করার লক্ষ্যে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।”
তিনি জানান, নারীদের শিক্ষা এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে পারিবারিক সহিংসতা রোধ করা সম্ভব হবে।
বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, তবে প্রথম পর্যায়ে ৫০ লাখ প্রান্তিক পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
আলোচনা সভায় দলের শীর্ষ নেতৃবৃন্দ, মহিলা দলের কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন স্তরের নারী নেত্রীবৃন্দ অংশ নেন।
একে