মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৯ তম ও ২০ তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ৯ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নিলুফার সুলতানা এবং মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মোঃ নূরুল ইসলাম।
কৃষি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. ফজলুল করিম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ‘তোমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে ডাক্তার হিসেবে। সমাজে তোমাদের পরিচিতি হবে ডাক্তার হিসেবে, সম্মান থাকবে অন্যরকম। তোমাদের সাবেকদের কথা ভাবো নিজের চোখে অনুভূতি হবে ভিন্ন। ভয় তোমাদের কাছে আসবে, কিন্তু ভয়কে জয় করতে হলে নিয়মিত পড়াশুনা ও পরিশ্রম করতে হবে। মানুষের পক্ষে ভয়কে জয় করে ডাক্তার হওয়া সম্ভব, অন্যকেউ এটি করতে পারবে না। ভাবতে হবে আমরা সকলে টপার এবং আমাদের ঠিক সেভাবে দ্বায়িত্ব পালন করতে হবে।’
সভাপতির বক্তব্যে ভেটেরিনারি অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘ তোমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা সর্বদা উন্মুক্ত থাকবে। তোমরা মাঠ পর্যায়ের কাজ করতে যাচ্ছো, এটি একটি ধীরগতির যুদ্ধ এবং পরিবেশ সম্পূর্ণ অন্যরকম। সুতরাং সাবধানতার সাথে প্রতিটা জিনিস বুঝে কাজ করতে হবে। যদি কোন সমস্যা হয় আসবা, আমরা আমরা তোমাদের সাধ্যমত সমাধান দেওয়ার চেষ্টা করবো।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, কৌতুক, নাটক পরিবেশন করেন ও শিক্ষকদের জন্য ছিলো আলাদা পর্ব। সর্বশেষ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে আগত স্বরুপ ব্যান্ডদলের পরিবেশনার মাধ্যম দিয়ে মনোরম আয়োজনের সমাপ্তি ঘটে।
একে