ডিআইইউ প্রতিনিধি:
নতুন বাজার থেকে ১০০ফিট রাস্তায় একাধিক গর্ত সৃষ্টি হওয়ায় মাইক্রোবাস সার্ভিস সাময়িকভাবে সাঈদনগর পর্যন্ত সীমিত করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ( ডিআইইউ) পরিবহন কমিটি। এতে চরম অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (১লা আগস্ট) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবহন কমিটি দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তা সংষ্কার, অতিবৃষ্টি ইত্যাদি কারণে নতুন বাজারের আগে ছোট-বড় প্রায় ৬/৭টি গর্ত সৃষ্টি হয়েছে। ফলে, মাইক্রোগুলো সাঈদনগর এর পর কোন অবস্থায় নতুন বাজার নেওয়া সম্ভব হচ্ছে না। রাস্তা চলাচল উপযোগী না হওয়া পর্যন্ত "মাইক্রো" সাঈদ নগর পর্যন্ত সার্ভিস চালু থাকবে। বাসগুলো নিয়মিত আগের রুটে চলাচল করবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।
মাইক্রো সার্ভিস সীমিত করায় ক্ষোভ প্রকাশ করে বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী বলেন, বহুদিন ধরেই এমন দেখে আসছি। পরিবহন সেবা নিয়ে আমরা খুবই অসন্তুষ্ট। ভার্সিটি থেকে নতুন বাজার পর্যন্ত গাড়ি যাওয়ার কথা থাকলেও সেটা নিয়মিত যাচ্ছে না। সাঈদ নগর পর্যন্ত সার্ভিস চালু না রেখে তারা ভিন্ন রোডের কথা চিন্তা করতে পারতো। ভার্সিটি থেকে সাতারকুল হয়ে উত্তর বাড্ডা গেলে আমাদের জন্য অনেক ভালো হয়। পরিবহন ব্যবস্থায় হযবরল চলছে আমরা চরম ক্ষোভ প্রকাশ করছি।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবহন কমিটি আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ নাসিমুজ্জামান খান সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন বলেন, চলমান বৃষ্টিপাতের কারণে রাস্তায় একাধিক গর্ত থাকার কারণে মাইক্রো চলাচল করতে পারছে না। রাস্তা ঠিক হয়ে গেলেই নতুন বাজার পর্যন্ত মাইক্রো সার্ভিস চালু করবে। এছাড়াও পরিবহন সংকটের করণে আমরা ঢাকার মধ্যবর্তী বিভিন্ন রোডে পরিবহন সার্ভিস দিতে পারছি না। পরিবহন সংকট কেটে গেলে আমরা ঢাকার বিভিন্ন রোডে পরিবহন সার্ভিস দিতে পারব।
একে