নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে। দলগুলোর আবেদন যাচাই-বাছাই করে কিছু তথ্য ঘাটতি থাকায় সে-সংক্রান্ত কাগজপত্র ৩ আগস্টের মধ্যে দাখিলের জন্য ১৫ দিন সময় দিয়ে ১৪৫টি দলকে চিঠি দেওয়া হয়। এর মধ্যে মোট ৮০টি দল ঘাটতি-সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে।
রোববার (৩ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, জুনের শেষ পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। কিন্তু প্রাথমিক যাচাইয়ে কোনো দলই শর্ত পূরণে সক্ষম হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪টি দলকে ঘাটতি পূরণে ১৫ দিনের সময় দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে রোববার।
নিবন্ধনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে: একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, প্রতিটি কমিটিতে অন্তত ২০০ ভোটারের সমর্থন।
এছাড়া আগের নির্বাচনে কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে বা ৫ শতাংশ বৈধ ভোট পেলে তা-ও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
নথিপত্র জমা দেওয়ার পর ইসি দলগুলোর আবেদন যাচাই-বাছাই ও মাঠ তদন্ত করবে। এরপর দাবি-আপত্তির শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধন তালিকা প্রকাশ করবে।
নতুন তথ্য জমা দিল এনসিপি
নির্বাচন কমিশনে দল হিসেবে এনসিপি নিবন্ধনের আবেদন জমা দেয় গত ২২ জুন। তথ্য পূরণে দলটিকে ৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল নির্বাচন বমিশন।
রোববার কমিশনে এসে প্রয়োজনীয় তথ্য দিয়েছে এনসিপি।
এনসিপির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা বলেন, 'দলের নিবন্ধন আবেদনের তথ্য চেয়ে, পর্যবেক্ষণের আলোকে নতুন ডকুমেন্ট আজ জমা দিয়েছি ইসির কাছে। আশা করি, ইসি আমাদের নিবন্ধনের পরের ধাপের কাজ অগ্রসর হবে।'
এমআই