তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই'৩৬ সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) দুপুর ৩টার সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমান এ সংগ্রহশালার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
এছাড়া ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা, ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হক, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জিয়া পরিষদ সভাপতি ফারুকুজ্জামান , ধর্মতত্ত্ব অনুষদের ডীন অধ্যাপক আ ন ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, শাখা বৈবিছাআ'র সাবেক সমন্বয়ক এস এম সুইট, শিবির সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদল আহ্বায়ক শাহেদ আহমেদ, ইউনিয়ন সভাপতি নুর আলম সিদ্দিকী সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, ও শিক্ষার্থীরা।