বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৫ই আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনের মুক্ত মঞ্চে ওই চিত্রাঙ্কন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠান উপস্থিত ছিলেন শিশু কিশোর কাউন্সিল সভাপতি অধ্যাপক ড মো সামছুল আলম, প্রক্টর অধ্যাপক ড. মো আবদুল আলীম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিভিন্ন সময়ে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্কুল শিক্ষার্থীদের আঁকা সেরা ছবিগুলো নিয়ে মুক্তমঞ্চে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, যেখানে জুলাই মাসের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। একইসাথে, তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা 'জুলাই অনির্বান' নামে একটি দেয়ালিকাও প্রস্তুত করেছে।
অনুষ্ঠানে অধ্যাপক ড মো সামছুল আলম বলেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে গান ও ছবির যে গভীর প্রভাব ছিল, তা আজও আমাদের মনে শিহরণ জাগায়। বর্তমানের জেন জি এর প্রতিভা গান বা কবিতার মাধ্যমে নয় দেয়ালে করা বিভিন্ন গ্রাফিটির মাধ্যমে তাদের প্রতিভা ফুটে উঠেছে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। এই গ্রাফিটি সংরক্ষণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, লাইব্রেরিতে এমন একটি বিশেষ কর্নার থাকা উচিত যেখানে এই কাজগুলো রাখা হবে। এর মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম এই শিল্পকর্মগুলো থেকে শিক্ষা নিতে পারবে এবং আমাদের সন্তানদের সৃজনশীল কাজগুলো সুরক্ষিত থাকবে।
অধ্যাপক ড মো শহীদুল হক বলেন যে, ছবির মাধ্যমে বিপ্লবের চিত্রগুলো ফুটে উঠেছে এবং এই চিত্রগুলো সংরক্ষণ করা প্রয়োজন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা জুলাই আন্দোলনের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর স্মৃতি ধরে রাখার জন্য লাইব্রেরিতে একটি বিশেষ কর্নার তৈরির চেষ্টা করা হবে। এর মধ্য দিয়ে আমাদের সন্তানেরা তাদের প্রতিভাকে আরও ভালোভাবে তুলে ধরা সম্ভব।