মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

নাটোরে কোটি টাকার নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ

মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
নাটোরে কোটি টাকার নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোর সদর উপজেলার লক্ষিপুর খোলাবাড়িয়া ওষধি গ্রামে ৮ ঘন্টার অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল যৌন উত্তেজক ওষুধ জব্দ করে ধ্বংস করেছে যৌথ বাহিনী।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, সেনাবাহিনী ও ঔষধ প্রশাসন অধিপ্তরের সমন্বয়ে বিশেষ টিম সোমবার (৪ আগস্ট) বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত সদর উপজেলার লক্ষিপুর ও আমিরগঞ্জ এলাকার ভেষজ পল্লীর ৩টি গোপন কারখানায় অভিযান চালায়।

এ সময় ভেষজ ঔষধের আড়ালে এসব কারখানায় চীন থেকে আমদানি করা ক্ষতিকর যৌন উত্তেজক কেমিক্যাল দিয়ে নকল ওষুধ তৈরি করে অনলাইন ও অফলাইনে বিক্রি করা হতো বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম।

এ সময় ৩টি কারখানা থেকে প্রায় ১ কোটি টাকার নকল ওষুধ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কারখানা মালিক শরিফুল ইসলাম, গোলাম মোস্তফা, সজল,সাব্বির রাজু ও সেলিমকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল