জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে এক ব্যক্তি ও তার তিন ছেলে আটক হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছাকাছি ভারতের বামনবাড়ি (বেগুনবাড়ি) এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।
আটককৃতরা হলেন—ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের নজরুল ইসলাম (৫২) এবং তার তিন ছেলে সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও মোহাম্মদ আলফাস। স্থানীয় সূত্র জানায়, তারা কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, নজরুল ইসলাম তার তিন ছেলেকে নিয়ে মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে নাগরভিটা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বামনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা টহলের সময় তাদের আটক করে। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছেন।
বিএসএফ সূত্র জানায়, আটক হওয়া ব্যক্তিদের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবহিত করা হয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক কি না, তা যাচাইয়ের প্রক্রিয়া চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিএসএফের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমআই