ফরিদপুর প্রতিনিধি:
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সিভিল সার্জন অফিসের সামনে থেকে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে বিজয় র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন প্রমুখ।
অপরদিকে বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর শহরের ম্যাটসের সামনে থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ও সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল নেতৃত্বে একটি বিজয় র্যালী বের করা হয়।
পৃথক সমাবেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ফ্যাসিবাদের পতনের এক বছর পেরিয়ে গেলেও এখনো বীর শহীদদের সেই লক্ষ্য অর্জিত হয়নি। একটি অবাধ নির্বাচনের মাধ্যমে অচিরেই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্য বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।
একে