আবুল খায়ের:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া পরিচয়ে যোগাযোগ করে তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। এই চক্রটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা শাহ আলম চৌধুরী হিমুর ছবি ব্যবহার করে ভুয়া অফার দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (০৭ আগষ্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সতর্কতামূলক পোস্ট দিয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, "কতিপয় ব্যক্তি হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে ডিআইইউ-এর কিছু শিক্ষার্থীর কাছে স্কলারশিপ প্রদানসহ বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফোন করছে। এ নম্বরটি আমাদের নয়।"
তিনি আরও বলেন, "বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানো হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।"
শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমাদের পরিচিতজনদের এ ধরনের কোনো কলের রেসপন্স না করার জন্য অনুরোধ করা হচ্ছে।"
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি তদন্ত করছে বলেও জানা গেছে।
এমআই