স্পোর্টস ডেস্ক:
স্বপ্নের মতো ফুটবল খেলছে বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচে লাওসকে উড়িয়ে দিয়েছেন সাগরিকারা। আজ প্রতিপক্ষের সামনে আরও ভয়ঙ্কর, এবার পাত্তা পেলো না তিমুর লেস্তে। তৃষ্ণার হ্যাটট্রিকে ৮-০ গোলের জয় পেয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে আজ বাংলাদেশ দলের মিডফিল্ডার সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরণ খাতুন এবং তৃষ্ণা প্রথমার্ধে গোল করেন। বিরতির পর তৃষ্ণা আরও ৩ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। এছাড়া সাগরিকা এবং মুনকি আক্তারও গোল করেন। ম্যাচ শেষে বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে শীর্ষ স্থান দখল করেছে।
ম্যাচের শুরুতেই কিছু ক্ষেত্রে তিমুর আক্রমণ পেলেও বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল ও জয়নব খাতুনের কঠোর রক্ষণে গোল হজম করতে হয়নি। ২০ মিনিটে সিনহা জাহান শিখার দুর্দান্ত হেডে প্রথম গোল আসে, এরপর শান্তি মার্ডি কর্নার থেকে সরাসরি গোল করে ব্যবধান বাড়ান। নবীরণ খাতুন এবং তৃষ্ণা আরও দুটি গোল করে প্রথমার্ধের ৪-০ ব্যবধান নিশ্চিত করেন।
দ্বিতীয়ার্ধে তৃষ্ণার শুরু হয় গোলের ধারা, এরপর শান্তি মার্ডির ক্রস থেকে গোল আসে, ৫-০ হয়। ৭২ মিনিটে সাগরিকার প্রথম গোলের মাধ্যমে ব্যবধান হয় ৬ গোল। ৮১ মিনিটে তৃষ্ণা হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দিকে মুনকি আক্তার গোল করায় ব্যবধান দাঁড়ায় ৮-০।
পিটার বাটলারের নেতৃত্বে বাংলাদেশের মেয়েদের এই বড় জয় মূলপর্বে খেলার স্বপ্ন উজ্জ্বল করেছে। আগামী ম্যাচে এই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপে শীর্ষস্থান ধরে রাখতে চাইবে তারা। রোববার তারা গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে।
এমআই