মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃক বিজিবি’র কাছে হস্তান্তরকৃত নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশি নাগরিককে তাদের পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকের নাম ঠিাকান যাচাই -বাছাই শেষে শুক্রবার (৮ আগষ্ট) সকালে তাদেরকে স্ব-স্ব পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকেদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে।তাদের সবারই বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলার বিভিন্ন গ্রামে।
বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাতে বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
বিজিবি সূত্র জানায়, ভারত থেকে বিনা পাসপোর্টে অবৈধভাবে দেশে ফেরার সময় গত ৫ আগস্ট (মঙ্গলবার) পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় ১৬ বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরদিন ৬ আগস্ট (বুধবার) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি’র পক্ষে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নাম ঠিাকানা যাচাই -বাছাই শেষে বৃহস্পতিবার দুইজনকে এবং বাকি ১৪জনকে শুক্রবার তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআই