রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি :
গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।শনিবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাংবাদিকবৃন্দ চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, গাজীপুরে নিহত সাংবাদিক আসাদ্দুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে,আসাদুজ্জামান তুহিনের পরিবারের দায়িত্ব নিতে হবে, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা দেওয়ার জন্য শাস্তিস্বরূপ বাংলাদেশের সোর্বচ্চ আইন নিশ্চিত করতে হবে, জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত সাংবাদিকদের তালিকা নিশ্চিত করে ব্য্যভার বহন করতে হবে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ইরফান তামিম বলেন,দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা বিগত সরকারের আইন শৃঙ্খলার অবস্থার থেকে করুণ। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থানের সরকার রাষ্ট্রকে ভালো অবস্থানে নিয়ে যাবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। কিন্ত তারা পুরোপুরি ব্যর্থ।
তিনি আরও বলেন, আমরা গাজীপুরে সাংবাদিক হত্যার যে বিষয়টি দেখেছি এটি সাংবাদিকদের উপর হয়ে যাওয়া নিয়মিত একটি ঘটনা। আমরা সাংবাদিকদের উপর হওয়া নির্যাতন ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সাজিদ হোসেন বলেন, 'আমারা এমন এক প্রেক্ষাপটে এসে এখানে দাড়িয়েছি যেখানে পুলিশি পাহারায় সাংবাদিককে পেটানো হয়।বাংলাদেশে কোন সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ ছিল না। নানাভাবে সাংবাদিকরা হত্যা ও গুমের শিকার হয়েছে।
এসময় তিনি বাংলাদেশের আইন ও বিচার সালিশের তথ্য উল্লেখ করে বলেন, গত ছয় মাসে প্রায় ১৯৬ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? সংবাদ পত্রের স্বাধীনতা না দিয়ে সংস্কার ও গনতন্ত্রের কথা বলে লাভ নাই।যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নাই সেখানে গনতন্ত্রও নাই।'
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ সাকিব তথ্য উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বলেন, ' আপনি সংবাদ কর্মীদের অভিভাবক।গাজীপুরে সাংবাদিক হত্যার বিষয়ে আপনার পক্ষ থেকে একটা ফেসবুক পোস্টও আমরা দেখি নাই। বিষয়টা খুবই দু:খজনক। আমারা আজকে সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে একত্র হয়েছি। আমরা গাজীপুরে সাংবাদিক হত্যার দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।'
কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় অর্ধ- শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।