ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, খেলাধুলার মাধ্যমে মাদকসহ সমাজের অশুভ কাজ থেকে বেড়িয়ে আসা সম্ভব।
শনিবার(৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী এলাকায় নাটোর সদর উপজেলাসহ ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, শুধু স্টোডিয়াম উদ্ধোধন করে শেষ নয়, বরং তার যথাযথা ব্যবহারে সুনিশ্চিত করতে হবে। তাহলে সুপ্রসারে ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে আমরা মনে করি। সব মিনি স্টোডিয়ামগুলো খেলাধুলার উপযোগী করে গড়ে তুলতে হবে। সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টোডিয়ামের কাজ শেষ হয়েছে। বাকী উপজেলার কাজ শেষ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সব উপজেলা মিনি স্টোডিয়াম করবে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়। সেক্ষেত্রে কাজ শুরু করেছে মন্ত্রাণালয়।
অন্তবর্ত্তীকালীন সরকারের এ উপদেষ্টা আরও বলেন, দেশের সকল স্টোডিয়াকে খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। এবং যথাযথ ভাবে তা ব্যবহার নিশ্চিত করতে হবে। এ মিনি স্টোডিয়ামগুলো আপনারা যথাযথ ব্যবহারের উপযোগী নিশ্চিত করবেন। এবং যেন স্টোডিয়ামগুলো খেলাধুলার কাজে ব্যবহার হয়। ক্রীড়াবিদ ও খেলোয়াররা যেন এখানে খেলাধুলা করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করবেন। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াররা উঠে আসবে। প্রতিটি উপজেলার খেলার মাঠগুলোকে ব্যবহারের উপযোগী গড়ে তুলতে হবে। সেজন্য মন্ত্রাণালয় কাজ করছে।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলীসহ জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআই