নিজস্ব প্রতিবদেক:
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান আইচ মনসুর বলেন, সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশে বিদেশি ব্যাংকগুলো থেকে লাইন অব ক্রেডিট [এলসি] আটকে দেওয়া হয়নি। বরং প্রয়োজনমত সেই সুবিধা অব্যাহত রাখা হয়েছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়ক হয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত 'অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন' শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে শ্রম ও নৌপরিবহন উপমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াৎ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গভর্নর বলেন, আন্তর্জাতিক ব্যাংকারদের সঙ্গে প্রথম বৈঠকে প্রায় ২০০টি বিদেশি ব্যাংক লাইন অব ক্রেডিট বন্ধ করার কথা ভাবছিলো। তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, আর কোনো লাইন অব ক্রেডিট বন্ধ হবে না। আগে জমে থাকা ২.৫ বিলিয়ন ডলারের বকেয়াও সময়মতো পরিশোধের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা হয়েছে। রেমিট্যান্স ও রপ্তানির ত্বরান্বিত সমর্থনে সব ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে বকেয়া পরিশোধ নিশ্চিত করতে।
তিনি বলেন, আমরা কখনো বকেয়া রাখিনি, রাখবোও না। দুই কোটি ৫০ লাখ ডলারের বকেয়া জমেছিলো, পরে কমিটমেন্ট নিয়ে ধাপে ধাপে পরিশোধ করা হয়েছে।
'রেমিট্যান্স ও রপ্তানি ভালো অবস্থায় ছিলো। প্রত্যেক ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছিলো অবলিগেশন থাকা যেকোনো প্রতিষ্ঠান যেমন এস আলম বা বেক্সিমকো পেমেন্ট নিশ্চিত করবে। এখন সব বিদেশি ব্যাংক বাংলাদেশে আগের মতো কার্যক্রম চালাচ্ছে, কেউ কেউ লাইন অব ক্রেডিট পর্যন্ত বাড়িয়েছে', যোগ করেন তিনি।
এমআই