জাকারিয়া শেখ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
গাজীপুরে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে সাংবাদিক তুহিনের হত্যার কঠোর প্রতিবাদে এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
রবিবার (১০আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদ, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের বিরুদ্ধে সংঘটিত এ নৃশংস হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের জীবনহানি নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও তথ্যের সুষ্ঠু প্রচারের উপর সরাসরি আঘাত।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক এবং সাংবিধানিক দায়িত্ব। বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রে দোষীদের শাস্তি না পাওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। তাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লুৎফা রহমান বাবুসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
এমআই