দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
গাজীপুর চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের সর্বস্তরের সাংবাদিকরা।
আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈশfখী টেলিভিশন প্রতিনিধি ও বর্তমান গোপলগঞ্জ পত্রিকার সম্পাদক মোস্তফা জামানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, চ্যানেল আই এর গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুবায়ের হোসেন, চ্যানেল এস এর প্রতিনিধি কাজী মাহমুদ, দৈনিক ভোরের বানীর স্টাফ রির্পোটার আমিনুজ্জামান রিপন, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি সোহাগ সেন, গোপালগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন সিকদার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।