বাকৃবি প্রতিনিধি;
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়য়ের(বাকৃবি) কৃষিকন্যা হলের প্রথম বর্ষের (২০৪৫-২৫) শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এই হলে প্রথম বর্ষের স্নাতক শ্রেণির জন্য ২৮ জন শিক্ষার্থীর আবাসিক আসন বরাদ্দ করা হয়েছে।রবিবার(১০আগস্ট) সন্ধ্যা ৭টায় কৃষিকন্যা হলের রিডিং রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে হলের প্রধান অতিথি ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড মো রুহুল আমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেস সহযোগী পরিচালক অধ্যাপক ড মুহাম্মদ জাভিদুল হক ভূঞাঁ,প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণার সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো মাহমুদুল আলম।এছাড়াও হলের হাউস টিউটরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র শিক্ষার্থী, এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হলের সিনিয়র শিক্ষার্থীরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে উপমা চাকমা তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা সকলে আমাদের এবং আমাদের পরিবারের স্বপ্ন পূরণের জন্য বাসা ছেড়ে এখানে এসেছি। একটি কঠিন ভর্তি যুদ্ধ শেষ করে আমরা এই আশা নিয়ে এখানে এসেছি যে আমাদের সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড মো রুহুল আমিন,
তোমরা এখানে পরিবার থেকে অনেক দূরে এসেছ এবং তোমাদের পরিবারের সে প্রত্যাশা পুরণের জন্য প্রথম থেকেই ভালো করে পড়াশোনা করতে হবে। প্রথম থেকেই প্রতিদিনের পড়া পড়তে হবে ভালো ফলাফলের আশায়। তোমরা চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে পারো কিন্তু এই সমস্যা গুলোকে বেশি তোয়াক্কা করা যাবে না জীবনের এই বাধা না থাকলে তুমি জীবনে দাড়াতে পারবে না।
হল প্রভোস্ট ড আনিসুজ্জামান বলেন , তোমারা স্কুল কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছ নিয়মতান্ত্রিক জীবন প্রতিটা সফল জীবনের মূল মন্ত্র এবং এই হলে থাকতে হলে অবশ্যই নিয়মের আওতায় থাকতেই হবে।হলের নিয়ম এত কড়াকড়ি করার কারণ যেন তোমাদের অভিভাবক নিশ্চিন্তে থাকতে পারে।আর এটা জোর গলায় বলতে পারি কৃষিকন্যা হল শতভাগ র্যাগিং মুক্ত একটি হল।
এমআই