নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে কয়েকদিন ধরেই অস্থির আবহাওয়া বিরাজ করছে। তার মধ্যেই আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও শঙ্কা রয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, মৌসুমী বায়ুর অক্ষের একটি অংশ এখনো দেশের উত্তরাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে এই বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর তেমন সক্রিয় নয়। উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি মাত্রায় সক্রিয় রয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।
আজ সোমবার (১১ আগস্ট) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৩ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে।
শুক্রবার (১৫ আগস্ট) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বেশিরভাগ দিনেই প্রায় অপরিবর্তিত থাকবে। তবে বুধবার সামান্য কমে যেতে পারে। এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে।
এমআই