নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘গণমাধ্যমের সঙ্গেও আগামী সপ্তাহে সংলাপ। ২২টি দলকে মাঠ পর্যায়ে তদন্তে পাঠাব।’
ইসি সচিব আরও বলেন, ‘প্রবাসীদের ভোটদান নিয়ে আরেকটু আলোচনা আছে। তা শেষ করে আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানানো হবে।’
এর আগে বুধবার (১৩ আগস্ট) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ১০ সদস্যের কমিটি গঠন করে ইসি।
এদিন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে তথ্যটি জানা যায়।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সবকিছু প্রস্তুত করছে নির্বাচন কমিশন।
এমআই