বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিতু রায় আত্মহত্যা করেছেন। তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়।
১৭ আগস্ট নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাওয়া যায় হাতে লেখা তিন পৃষ্ঠার একটি চিঠি।
চিঠিতে জিতু রায় উল্লেখ করেন, ২০১৯ সালে স্বপ্না নামে এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয় এবং ২০২২ সালে তাদের প্রেম শুরু হয়। চার বছরের সম্পর্কের নানা স্মৃতির কথা লিখে তিনি অভিযোগ করেন, সম্পর্ক থাকার পরও ওই তরুণী অন্যত্র বিয়ে ঠিক করেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
চিঠির শেষ দিকে তিনি লেখেন, জীবনে অনেক কিছু করেও প্রিয় মানুষটিকে ধরে রাখতে পারেননি, আর এই মৃত্যুর জন্য সাবেক প্রেমিকাকেই দায়ী করে গেছেন।
এ ঘটনায় সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান মুন্না বলেন, “চিঠিটি বর্তমান সময়ের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আজকের প্রজন্মের সম্পর্কের ভেতরে বিশ্বাস ও প্রতিশ্রুতির অভাব থেকে এমন মর্মান্তিক পরিণতি দেখা দিচ্ছে।”
মনোবিজ্ঞানীরা বলছেন, হতাশা ও মানসিক চাপ থেকে আত্মহত্যা কোনো সমাধান নয়। কারও মনে এ ধরনের চিন্তা এলে দ্রুত পরিবার, বন্ধু বা বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তা নেওয়া জরুরি।
এমআই