ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
জামায়াত কর্মীর ওপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে বিএনপি নেতাকে আটকের দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে নলডাঙ্গা থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে নলডাঙ্গার পশ্চিম মাধনগর জোয়ানপুর বায়তুল নুর জামে মসজিদের ইমাম ও জামায়াতকর্মী হাফেজ মোহাম্মদ ইউসুফ(২৮) মারপিট করা হয়।
ঘটনায় নলডাঙ্গা থানার অভিযোেগ করা হয়েছে ।
ভুক্তভোগী জামায়াতকর্মী হাফেজ মোহাম্মদ ইউসুফ বলেন, নলডাঙ্গা সাব-রেজিঃ অফিসের দলিল লেখক সমিতির সভাপতি ও মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বিটলের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় বিএনপি নেতা বিটল, শাহাদৎ, হাসিব হামলা চালায়। জোড় করে আমার বাড়ি ঢুকে। জায়গা তারা নেওয়ার জন্য অনেক প্রলোভন দেয়,বাড়িতে মিস্ত্রি আসতে দেয়না। আজ জোর করে তারা বাড়ি খুঁটি তুলে ফেলে,বাঁধা দিলে হামলা করে, মাকে অশ্লীল ভাষায় গালাগালি করে। আমি জামায়াত করি বলে,আমার উপর প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে। আমি এর বিচার চাই।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ড.মোঃ জিয়াউল হক জিয়া,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব,শিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আফতাব আলী,নলডাঙ্গা উপজেলার শিবিরের সভাপতি মোঃ রায়হান আলীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা আরও বলেন, জামায়াত করার অপরাধে আজ জামায়াত কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। যদি প্রসাশন অপরাধীদের গ্রেফতার না করে,তাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এমআই