বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রসংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্তকরণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা অবশেষে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে তারা অনশন ভাঙেন। এ পর্যন্ত অন্তত ৬ অনশনকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার ২ শিক্ষার্থী অনশন ভেঙে যান।
প্রথমে উপাচার্য ১০ কার্যদিবস সময় চান সিদ্ধান্ত জানাতে। তবে আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে অবস্থান অব্যাহত রাখেন। অবশেষে অক্টোবরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাসে তারা অনশন ভাঙেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “ছাত্র সংসদ আমাদের জীবনের সবচেয়ে বড় অধিকার। জীবন দিয়ে হলেও আমরা এর বাস্তবায়ন চাই। ইউজিসি ও প্রশাসনের প্রতিশ্রুতি পাওয়ার পর আমরা অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।”
অনশনের বাইরে থাকা শিক্ষার্থীরাও জানান, “প্রশাসন অতীতে নানা টালবাহানা করলেও এবার অক্টোবরে নির্বাচন হবেই—এমন প্রতিশ্রুতি আমাদের আশ্বস্ত করেছে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, “আগামী ২৬-৩০ অক্টোবরের মধ্যেই ছাত্রসংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।”
একে