মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০আগষ্ট) সকাল এগারোটায় নলছিটি পৌর ভবন সম্মুখে এক পথসভায় বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জেড আই কামাল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ- আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাজারুল ইসলাম তুহিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না, রানাপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জুলহাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নলছিটি উপজেলা পৌর কমিটির আহবায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সোহেল খান। পথসভা সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা।
এরপর উপজেলার দশটি ইউনিয়ন ও পৌর সভার নয়টি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে একটি বর্নাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে নলছিটি পৌর ভবন সম্মুখে এসে শেষ হয়।
একে