বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

কম্বাইন্ড ডিগ্রির যৌক্তিক সময়সূচী ঘোষণা না করা হলে বাকৃবি শাটডাউনের ঘোষণা

বুধবার, আগস্ট ২০, ২০২৫
কম্বাইন্ড ডিগ্রির যৌক্তিক সময়সূচী ঘোষণা না করা হলে বাকৃবি শাটডাউনের ঘোষণা

বাকৃবি প্রতিনিধি:

আগামী বৃহস্পতিবার (২১ আগষ্ট) দুপুর বারোটার মধ্যে কম্বাইন্ড ডিগ্রী প্রণয়নের জন্য জরুরি একাডেমিক কাউন্সিলের যৌক্তিক সময়সুচি ঘোষণা করা না হয় তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

বুধবার (২০আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় এক বিবৃতিতে পশু পালন ও ভেটেরিনারি অনুষদের আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই ঘোষণা দিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, আপনারা ইতোমধ্যেই অবগত আছেন যে, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে কম্বাইন্ড ডিগ্রী (B.Sc. in Veterinary Science and Animal Husbandry) জয় লাভ করেছে।

এ অবস্থায় আর কালক্ষেপণ না করে বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে যদি কম্বাইন্ড ডিগ্রী প্রণয়নের জন্য জরুরি একাডেমিক কাউন্সিলের যৌক্তিক সময়সুচি ঘোষণা করা না হয় তাহলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমাদের দাবি খুবই স্পষ্ট। গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রি (B.Sc. in Veterinary Science and Animal Husbandry)-এর পক্ষে মত দিয়েছে। এটি শুধু একটি একাডেমিক সিদ্ধান্ত নয়, হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং পেশাগত স্বপ্নের সঙ্গে জড়িত।"

তিনি আরও বলেন, "আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আর কোনো বিলম্ব না করে অবিলম্বে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে কম্বাইন্ড ডিগ্রি প্রবর্তনের সরকারি ঘোষণা দিতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে দেওয়ার জায়গা নয়; বরং স্বপ্ন পূরণের জায়গা। আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে এই ঘোষণা না আসে, তাহলে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আমরা অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হবো। এর সমস্ত দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে।”

পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ২২ দিন ধরে ক্লাস পরীক্ষা বন্ধ করে আন্দোলন করে আসছে। এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১২ আগস্ট আট সদস্যের কমিটি গঠন করে। কমিটি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ সকল স্টেকহোল্ডারদের সাথে মিটিং করে এবং শিক্ষার্থীদের অনলাইনে মতামত জরিপ করে। কমিটি সর্বশেষ গতকালকে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে মিটিং করে জানায় তারা মন্ত্রণালয়ের মতামত জানার জন্য উপদেষ্টার সাথে দেখা করতে চাচ্ছেন যার সময়সূচি এখনো চূড়ান্ত হয় নাই এবং এটি একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। যেহেতু মন্ত্রণালয় আগে থেকেই কম্বাইন্ডের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। কমিটির প্রকাশিত জরিপ অনুযায়ী পশুপালন অনুষদের ৯২% শিক্ষার্থী এবং ভেটেরিনারি সাইন্স অনুষদের ৮০% শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রি চায়। পাশাপাশি এই সেক্টরের গুরুত্বপূর্ণ সকল স্টেকহোল্ডাররা যেহেতু কম্বাইন্ড ডিগ্রি চায়। ইতোমধ্যে ৮ দিন শেষ হয়ে গেলেও কমিটি কিন্তু এখনো তাদের রিপোর্ট প্রণয়নের জন্য সুনির্দিষ্ট সময় জানাতে পারে নাই। 

তাই দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রণয়ন করার অনুরোধ। পাশাপাশি কমিটি প্রদত্ত রিপোর্টের সুপারিশের আলোকে জরুরি একাডেমিক কাউন্সিলের মাধ্যম কম্বাইন্ড ডিগ্রির ঘোষনার আহ্বান। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সময়সূচি অবশ্যই আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার মধ্যে জানাতে হবে এবং তা যৌক্তিক হতে হবে। যদি কোনো ধরনের কালক্ষেপণ করা হয় তাহলে আমরা শিক্ষার্থীরা তা মেনে নিব না।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল