এম.পলাশ শরীফ, বাগেরহাট :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে শনিবার দুপুর ১টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। দায়িত্বে মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসানকে অবহিত করা হলে তিনি বলেন, জাতীয় পতাকা উঠানোর দায়িত্ব আমার নয়। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদেরকে আবহিত করা হলে তরিগড়ি করে বেলা ১টার পরে দায় সাড়াভাবে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীকে দিয়ে উঠানো হলো জাতীয় পতাকা। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন কি হচ্ছে হাসপাতালে? কর্মকর্তা কর্মস্থালে অনুপস্থিত থাকলে দ্বায় দায়িত্ব কি কারো নেই। জাতীয় পতাকা উত্তোলনে অনিহা কেন।
সরেজমিনে শনিবার মোরেলগঞ্জ হাসপাতালে গিয়ে দেখা গেছে দুপুর ১টা পর্যন্ত মূল ভবনের সামনে পতাকা স্টান্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অফিসিয়াল কার্যক্রম চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম রয়েছেন ছুটিতে। হাসপাতালের আর এম ও ডা. নাদিরুজ্জামান আকাশ তিনিও রয়েছেন প্রশিক্ষনে কর্মস্থালে ৩ জন ডাক্তর দিচ্ছে রোগীদের চিৎকিসা। এর মধ্যে দায়িত্বে থাকা কর্মকর্তা ডা. আহাদ নাজমুল হাসানকে পতাকা উত্তোলন করা হয়নি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন পতাকা উত্তোলন করার কাজ আমার নয়। আমার কাজ রোগী দেখা। আপনারা হেডক্লাকের সাথে আলাপ করুন, না হয় আপনারা পতাকা উত্তোলন করে দেন। এদিকে হাসপাতালে এ ধরনের কর্মকান্ডে এলাকার সচেতন মহল ও জনমনে নানা প্রশ্ন উঠেছে।
একাধিক স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্মকর্তা কি ষ্টেশনে না থাকলে কি কারো দ্বায় দায়িত্ব থাকেনা। জাতীয় পতাকা উত্তোলনে অনিহা কেন। দীর্ঘ বছর ধরে এক একজন একই কর্মস্থালে থাকায় কারো কথা কেউ শুনছেনা। যে যার ইচ্ছা মত চলছে। এগুলো কি দেখার কেউ নেই। হাসপাতালটির এ রকম দর্ন্যদশা কেন হলো।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ্ বলেন, সরকারি বিধি মোতাবেক অফিস টাইমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা থাকবে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, তার ছেলে অসুস্থ থাকায় তাকে নিয়ে হাসপাতালে রয়েছেন। তাই তিনি ছুটিতে আছেন। হাসপাতালে জাতীয় পতাকা উত্তোলন না করা বিষয়টি দু:খ জনক। তবে, বিষয়টি খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমআই