সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

সর্বদলীয় সম্মিলিত কমিটি উদ্যোগে মোরেলগঞ্জে আসন বহাল রাখার দাবিতে অবরোধ ও হরতাল পালিত

রোববার, আগস্ট ২৪, ২০২৫
সর্বদলীয় সম্মিলিত কমিটি উদ্যোগে মোরেলগঞ্জে আসন বহাল রাখার দাবিতে অবরোধ ও হরতাল পালিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে আবরোধ কর্মসূচি হরতাল পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

নব্বইরশী ও ছোলমবাড়িয়া বাসষ্ট্রান্ড থেকে দূরপাল্লার ঢাকা চট্টগ্রাম সকল যাত্রবাহী পরিবহন সহ বাস চলাচল বন্ধ থাকে। নৌ-পথে লঞ্চ ইস্টিমার কোথাও ছেড়ে যায়নি। ফেরি চলাচল ছিল বন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দোকানপাট বন্ধ রাখা হয়। সড়কের মোড়ে মোডে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা সকালে নব্বইরশি বাসষ্টান্ড, ষ্টিল ব্রীজ সংলগ্ন মোড়ে ও ফেরিঘাট এলাকায় জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দলনসহ সর্বদলীয় নেত্রবৃন্দ পৃথক পৃথক পিকেটিং সড়ক অবরোধ করে বিক্ষোভ ও পথসভা করেন।

এ সময় সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন এ কর্মসূচীর সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, বাগেরহাট-৪ আসনের জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম, সংগ্রাম কমিটির সদস্য সচীব উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যাপক আব্দুল আউয়াল, এফ এম শামীম আহসান, উপজেলা জামায়াতে আমির মাওলানা  শাহাদাৎ হোসাইন, জামায়াত নেতা মহিবুল্লাহ রফিক, ইসলামী অন্দলনের বাগেরহাট-৪ আসনের প্রার্থী মাওলানা ওমর ফারুক নূরী, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাও: মো: আসাদুল্লাহ্সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নির্বাচন কমিশনারের এক প্রজ্ঞাপনে বাগেরহাট-৪ আসন কে কর্তন করে মোরেলগঞ্জ- শরণখোলা ও মোংলা উপজেলাকে নিয়ে ৩ আসন করা হয়েছে। নির্বাচন কমিশনারের এ হটোকরি সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া যাবেনা। যথক্ষন পর্যন্ত বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) অসন পুর্নবহাল না রাখা হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল