মো: রাব্বি হাসান, বরিশাল বিশ্ববিদ্যালয়:
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে ৩ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। এবার তারা ঢাকা-কুয়াকাটা মহাসড়কের যান চলাচল বন্ধ করে দাবি আদায়ের লক্ষে ব্লকেড কর্মসূচিতে নেমেছেন।
আজ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করেন শিক্ষার্থীরা।
মিছিল শেষে বিশ্বিবদ্যালয়ের মেইন গেইটের সামনে ঢাকা - কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ রেখে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন ববি শিক্ষার্থীরা। অবস্থানকালে তারা "ওয়ান টু থ্রী ফোর - ইনজাস্টিস নো মোর, এই মূহুর্তে দরকার - ববির সংস্কার, অবকাঠামো হয় না কেন - ইউজিসি জবাব দে" ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, " আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি । একটা বিশ্ববিদ্যালয়ের জন্য মৌলিক যে চাহিদা যেমন ক্লাসরুম, আমাদের ক্লাসরুম নেই, আমাদের মৌলিক চাহিদার জন্য এই আন্দোলন।"
জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ভূমিকা সরকার বলেন, “প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হলেও এর যে একটা মান থাকা দরকার তা মেইনটেইন করা হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাব, অডিটোরিয়াম তো নেইই এবং প্রতিটি বিভাগের জন্য একটা করে ক্লাসরুম। আমাদের দাবির মধ্যে রয়েছে জমি অধিগ্রহন। এখন আশেপাশে প্রচুর খালি জায়গা রয়েছে যেটা এখন অধিগ্রহণ না করলে ৫ বছর পর খালি থাকবে না। আমাদের জায়গার সমস্যা এতটাই যে কোনো কনসার্ট করতে গেলে কেন্দ্রীয় মাঠে করতে হয় যেটা শব্দের কারণে দুই হলে লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হয়। তাই আমরা চাই অতি দ্রুত জমি অধিগ্রহণ করে অবকাঠামোগত উন্নয়ন করা হোক।"
শিক্ষার্থীদের দাবি অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা বাস্তবায়নের, অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
উল্লেখ্য দফাগুলো হলো - অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন খাতের সমস্যা দূরীকরণ ও ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করা।