বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের এমবিএ ১২তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ২০২৫) সন্ধ্যায় রংপুর শহরের একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষাজীবনের একটি অধ্যায় শেষ করে তোমরা আজ নতুন জীবনের পথে যাত্রা শুরু করতে যাচ্ছ। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ কর্মজীবন ও বাস্তব জীবনে পথ দেখাবে।”
উপাচার্য আরও বলেন, “দেশের অর্থনীতি, প্রযুক্তি ও ব্যবসায় অগ্রগতিতে তোমাদের অবদান হতে হবে অনন্য। শিক্ষা হবে দায়িত্ব পালনের শক্ত ভিত্তি। নতুন কিছু শেখার চেষ্টা করবে, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা দিয়ে দেশ ও সমাজকে সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। বিভাগীয় প্রধান উমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাচ কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মোঃ আমির শরীফ।
এছাড়া অনুষ্ঠানে বিভাগের প্রফেসর ড. আপেল মাহমুদ, সহযোগী অধ্যাপক মোঃ শাহীনুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাচের আহ্বায়ক ও বিভাগের প্রভাষক মোঃ সোবহান আলী।
এমআই