স্পোর্টস ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আবারও জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের কাছে হারলেও এবার নেপালের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে লাল-সবুজের মেয়েরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ৩-০ গোলে জিতেছে মাহবুবুর রহমান লিটুর দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক সুযোগ মিস করলেও ৪১ মিনিটে থুইনুই মারমার গোলেই লিড নেয় বাংলাদেশ। ডি-বক্সে জমজমাট পরিস্থিতিতে বল পেয়ে ঠান্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সুরভী আকন্দ প্রীতি। নেপালের গোলরক্ষক বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকা পোস্টে সহজে গোল করেন প্রীতি।
দ্বিতীয়ার্ধেও একই ধারায় আক্রমণ চালায় বাংলাদেশ। যদিও একাধিকবার বল পোস্টে লেগে ফেরে। শেষ পর্যন্ত ম্যাচের ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় রিয়া দুর্দান্তভাবে গোল করে জয় নিশ্চিত করেন ৩-০ ব্যবধানে। আগামী ২৭ আগস্ট আবারও নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
এমআই