বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রকৌশল শিক্ষার্থীরা সরকারি চাকরিতে নিয়োগে বৈষম্যের প্রতিবাদে তিন দফা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে। রবিবার (২৫ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন—
১. ৯ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ
২. ১০ম গ্রেডে নতুন পদমর্যাদা সংযোজন
৩. বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ারিং নয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে প্রকৌশল শিক্ষার্থীরা অবমূল্যায়নের শিকার হচ্ছেন। তারা বলেন, “বিএসসি ডিগ্রি অর্জনকারীদের যথাযথ মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।”
প্রকৌশল অধিকার আন্দোলনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এমআই