নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী কলেজে শাখা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১২ টায় রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে কলেজের হাজী মুহম্মদ মহসীন ভবনের ১৭নং গ্যালারি রুমে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও দর্শন বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুলসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জাহিদ হাসান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আকবর আলী জ্যাকি বলেন, আজকের এই আলোচনা সভায় আমরা শিক্ষার্থীদের কাছে বেগম খালেদা জিয়ার জীবন দর্শন সম্পর্কে আলোচনা তুলে ধরেছি। তিনি একজন আপোষহীন নারী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে তিনি সবসময় ছিলেন আপোষহীন নেত্রী। বিগত সরকারের আমলে তিনি মিথ্যা মামলায় কারাবন্দি থাকার পরেও তিনি যেভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আপোষহীন ছিলেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা শিক্ষার্থীদের অবগত করেছি।
এছাড়াও তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি আগামীর দিনগুলোতে যেন আমরা তার আদর্শ ধারণ করে দেশপ্রেমিক, আদর্শ নাগরিক ও দেশের কল্যাণে কাজ করতে পারি।
সভাপতির বক্তব্যে খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তাঁর জীবন ও দর্শন সমসময় আমাদের অনুপ্রেরণার প্রতীক।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের সামনে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ভবিষ্যতে দেশের কল্যাণে সৎ নেতৃত্ব হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।