আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি সেনারা মঙ্গলবার (২৬ আগস্ট) গাজা সিটির ভেতরে আরও অগ্রসর হয়ে নতুন করে হামলা চালিয়েছে। এতে বহু মানুষ নিহত হয়েছেন এবং হাজারো পরিবার আবারও ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন।
গাজার পূর্বাঞ্চলের একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারীও রয়েছেন। হাসপাতালে নেওয়া আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
ইতিমধ্যে গাজার জাইতুন ও সাবরা অঞ্চলে গত তিন সপ্তাহে এক হাজারের বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে মানুষ সামান্য মালপত্র গুছিয়ে পশ্চিম দিকে পালাচ্ছেন। অনেকেই শিশুদের হাত ধরে কিংবা ভ্যান-রিকশায় বোঝাই করে নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হচ্ছেন।
বাসিন্দাদের অভিযোগ, কোথাও তাদের জন্য নিরাপদ আশ্রয় নেই। লেখিকা সারা আওয়াদ বলেন, “আমি প্রতিদিন ভাবি কেন আমাকে আমার বাড়ি ছেড়ে যেতে হচ্ছে। আমাদের মানুষ হিসেবেই গণ্য করা হচ্ছে না।”
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, শুধু মঙ্গলবারই অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধে ইতিমধ্যে বিপুল সংখ্যক মানুষ সহায়তার জন্য অপেক্ষা করতে গিয়ে কিংবা ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, গাজার এই পরিস্থিতি ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে। অবরুদ্ধ এই অঞ্চলে খাদ্য, পানি ও ওষুধের সংকট তীব্র আকার ধারণ করেছে।
একে