জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোহাম্মদ আলম নামে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় ১২ মণ সরকারি বই বিক্রি করার অভিযোগ উঠেছে। এর মধ্যে ৯০ কেজি বিক্রিত বই জব্দ করেছে প্রশাসন।
বুধবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের সামনে একটি ডিমের দোকানে বই বিক্রির সময় স্থানীয় লোকজন ও সাংবাদিকদের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে শিক্ষা অফিসে খবর দিলে তারা এই বইগুলো জব্দ করে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দায়ের করেছেন সেই বিদ্যালয়ের তিন শিক্ষার্থীর অভিভাবক। অভিযোগ ও বই ক্রেতা ভ্যানচালক (হকার) সন্তোষ কুমার রায় সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিপিবি উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক মোহাম্মদ আলমের কাছ থেকে ৪৭৪ কেজি পুরাতন সালের নতুন বই কেনেন তিনি। সেখান থেকে ৩৮৪ কেজি বই অন্যত্র বিক্রির করে বাকি ৯০ কেজি বই বিক্রি করতে এলে সেগুলো আটক করা হয়।
বিপিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম মোবাইল ফোনে বলেন, বইগুলো পুরাতন সালের, তাই বিক্রি করা হয়েছে। বিক্রির সময় বিদ্যালয়ে আমি উপস্থিত ছিলাম না।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আরিফুল্লাহ বলেন, আমরা বইগুলো উদ্ধার করেছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ ধরনের নতুন বই বিক্রির কোনো নিয়ম নেই। বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে।
এমআই