জেলা প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় জনসাধারণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ ও আক্রমণাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন এই আদেশ জারি করেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন আজ (৩১ আগস্ট) এক আদেশে জানান, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলস্টেট পর্যন্ত রাস্তার উভয়পার্শ্বে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আজ দুপুর ২ টা থেকে আগামীকাল রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
আদেশে আরও বলা হয়েছে, উল্লেখিত সময়ে উল্লেখিত এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশী অস্ত্র ইত্যাদি বহনসহ সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর আবারও স্থানীয়দের হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও এক সহকারী প্রক্টর আহত হয়েছেন।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ২ নম্বর গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থানে গেলে সমঝোতার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। এ সময় স্থানীয়রা দুই দিক থেকে ঘিরে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপ করলে তারা আহত হন।
এ ঘটনায় আরও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। উপ-উপাচার্য ও প্রক্টর স্যারদের শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর সহায়তায় ঘটনাস্থল থেকে নিয়ে আসা হয়েছে।
এর আগে এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধররের জেরে শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের ২নং গেটসংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।
আহতদের মধ্যে অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন।
এমআই