ইবতেশাম রহমান সায়নাভ:
৫ আগস্ট পরবর্তী সময়ে ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তাদের বেশিরভাগ কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ থেকে গেছে। দুর্বল এ সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে। তাই বর্তমান সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো।
সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহিংসতার ঘটনাই তার প্রমাণ। রাত থেকে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থীরা। দেশীয় অস্ত্রের আঘাতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকে জীবনাশঙ্কায় রয়েছেন। অথচ এ সময়ে সরকার কেবল ফেসবুকে একটি প্রতিবাদ জানিয়েই দায় সেরেছে। ঘটনার ১৪ ঘণ্টা পর এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সরাসরি যোগাযোগের দুই ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে পৌঁছায়।
ছাত্রদের সমর্থনে গঠিত এই সরকার এখন ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশ সংস্কারের ক্ষেত্রেও কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এরই মধ্যে বিশ্ব পরিস্থিতি অত্যন্ত নাজুক—তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা ঘনিয়ে এসেছে, দক্ষিণ এশিয়ার উপমহাদেশে অস্থিতিশীলতা বিরাজ করছে, মিয়ানমার সীমান্তে নতুন করে সংঘাত উসকে দিচ্ছে। এমন ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশকে আর বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত নয়।
অতএব, জাতীয় স্বার্থে বর্তমান সরকারের দায়িত্ব এখনই তত্ত্বাবধায়ক সরকারের হাতে হস্তান্তর করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা অপরিহার্য।
লেখক: ইবতেশাম রহমান সায়নাভ
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।