মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম দুর্নীতির প্রতিবাদসহ প্রধান শিক্ষক খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের পাশেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে বিক্ষোভে অংশ নেয় তারা। খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
শিক্ষার্থীদের অভিযোগ, খলিলুর রহমান আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর বেতন ও বিভিন্ন ফি বাড়ানোসহ অনিয়ম দূর্নীতি করে আসছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ ক্লাস বর্জন করে গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। তারা বেতন ও ফি কমানোসহ প্রধান শিক্ষক খলিলুর রহমানের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের ঘটনাস্থলে পৌঁছে সমাধানের আশ^াস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ শেষ করে। প্রায় ৪০ মিনিট পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ সময় উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম।
আমানগন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান মঙ্গলবার বিকেলে বলেন, ‘পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়নি। শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেছে বেতন এবং ফি কমানোর জন্য’।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন বলেন, ‘বিভিন্ন অভিযোগের বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। তদন্ত শেষে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে’।
এমআই