নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের আরও চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারে বাধা দেবে। বাংলাদেশের সত্বাকে গড়ে তুলতে বাধা দেবে। তারা নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা করবে। এমন পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, যাতে নির্বাচন না হয়। এগুলোর কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে। সামনে আরও আসবে। এইজন্য আমাদের আরও সতর্ক হতে হবে।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাতটি রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকের পর প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্ট বলেছেন নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলের কাছে প্রধান উপদেষ্টা পরামর্শ চেয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেছেন, ‘প্রতি পদে পদে বাধা আসবে। সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি। সবাই একসঙ্গে সহযোগিতা করি।’
দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন বলে জানান প্রেস সচিব।
গতবারের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, ‘গণ্ডগোল তৈরির চেষ্টা করবে অনেকেই, তারা সব ধরনের সব রকমের চেষ্টা করবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
নির্বাচন সমন্বয় কমিটির প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে মন্তব্য জানতে চাইলে প্রস সচিব বলেন, প্রধান উপদেষ্টা প্রত্যেকটা পরামর্শ লিখে নিয়েছেন। সে অনুযায়ী তিনি নির্দেশ দিয়েছেন। উনি বলেছেন এগুলো নিয়ে সামনে আরও বৈঠক হবে।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশের বিষয়ে একাধিক রাজনৈতিক দলের আশঙ্কার বিষয়ে প্রেস সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে সব ধরণের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, এটা অনন্য নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। আমরা সকলে পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যাব। এ উৎসব যেন সারাজীবন মনে রাখে।
এমআই