বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি'র স্থায়ী কমিটির সমস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। কোন অবস্থাতেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।
তিনি অভিযোগ করে বলেন, অনেকে বিভিন্ন কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার এবং নির্বাচন বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই বিএনপি আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রেখে আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। দেশী অথবা পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যাতে উস্কানি দিতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। কোন অবস্থাতেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।
আজ বুধবার সকাল ১১টায় দিনাজপুরের হিলিতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীকির র্যালী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষ্য হিলি চারমাথা মোড় থেকে একটি র্যালী বের হয়। বিএনপি'র স্থায়ী কমিটির সমস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন সাদা পায়রা উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন। এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পি, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
র্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও চারমাথা মোড়ে এসে শেষ হয়। র্যালীতে বিএনপির সকল অঙ্গ ও এর সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এমআই