এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের সদরপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা, শিল্পপতি ও সমাজসেবক এম এম হোসাইনের নেতৃত্বে এই আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি সদরপুর উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের পদপ্রার্থী ও বিএনপি নেতা শিল্পপতি এম এম হোসাইন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে বলেন, "আমরা আশা করি ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।"
তিনি আরও বলেন, "চৌধুরী পরিবারের সঙ্গে এই অঞ্চলের মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। আমি সেই পরিবারের এবং বিএনপির প্রতিনিধিত্ব করছি। আশা করি নির্বাচনে জয়লাভ করব।"
এ সময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন খান, সদরপুর সরকারি কলেজের সাবেক জিএস শাহ জামাল, সদরপুর যুবদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু মোল্লা এবং কৃষ্ণপুর বাজার বণিক সমিতির সভাপতি শুকুর মোল্লা।
এমআই