শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ইসির তালিকা চূড়ান্ত: সংসদের ৪৬ আসনের সীমানায় পরিবর্তন

শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
ইসির তালিকা চূড়ান্ত: সংসদের ৪৬ আসনের সীমানায় পরিবর্তন

অনলাইন ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে গাজীপুর জেলায় একটি আসন বেড়েছে, কমেছে বাগেরহাট জেলায় একটি। গাজীপুরে মোট আসন দাঁড়িয়েছে ছয়টিতে এবং বাগেরহাটে তিনটিতে। এ ছাড়া ঢাকার ২০টি আসনের মধ্যে ছয়টির সীমানা কিছুটা পরিবর্তন করা হয়েছে।

ইসির প্রকাশিত চূড়ান্ত তালিকায় ৩০০ আসনের বিদ্যমান সীমানার মধ্যে ৪৬টিতে রদবদল করা হয়েছে। যদিও ইসির খসড়া তালিকায় ৩৯টি আসনে ছোটখাটো রদবদল আনা হয়েছিল। এ নিয়ে আপত্তি ও ক্ষোভ-বিক্ষোভ এলেও বেশির ভাগ আসনে বিক্ষুব্ধদের আপত্তিকে আমলে নেয়নি ইসি। চূড়ান্ত হওয়া এ সীমানায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে সীমানা বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। পরে সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি বলেন, ৩০০ সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে দ্রুত গেজেট প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময় পর্যন্ত পাওয়া দাবি, আপত্তি/সুপারিশ এবং মতামতের ওপর কমিশন প্রকাশ্য শুনানি করে। পরে তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

এর আগে গত ৩০ জুলাই খসড়া প্রকাশ করেছিল ইসি। খসড়ায় পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়। পরে এ নিয়ে দাবি-আপত্তি জানাতে ১০ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়। সে পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত এক হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া যায়। এরপর ২৪ থেকে ২৭ আগস্ট প্রস্তাবিত নির্বাচনী এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তি ও আবেদনের ওপর শুনানি করে ইসি।

বাগেরহাট ও গাজীপুরের পরিবর্তিত আসন বহাল

খসড়া তালিকায় বাগেরহাটের একটি আসন কমানোয় সেখানকার সব রাজনৈতিক দলসহ এলাকাবাসী তীব্র আপত্তি জানায়। এ নিয়ে বাগেরহাট ও ঢাকায় সড়ক অবরোধ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে এলাকাবাসী। পরে ইসির শুনানিকালেও সংক্ষুব্ধরা বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবি জানিয়ে নানা যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে ইসি এসব দাবি-আপত্তি আমলে নেয়নি। শেষ পর্যন্ত বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি রেখেই সীমানা চূড়ান্ত করেছে তারা।
খসড়া তালিকায় গাজীপুরে আগের পাঁচটি আসন থেকে বাড়িয়ে ছয়টি আসন করায় খুশি এলাকাবাসী। এ নিয়ে শুনানিকালে ইসির প্রতি কৃতজ্ঞতা জানান তারা। চূড়ান্ত তালিকায় ইসি এলাকাবাসীকে সন্তুষ্ট রেখে ছয়টি আসনের সিদ্ধান্ত বহাল রেখেছে।

আরও যেসব আসনে পরিবর্তন

চূড়ান্ত তালিকা অনুযায়ী ইসি যে ৪৭টি আসনের সীমানায় রদবদল এনেছে সেগুলো হচ্ছে– পঞ্চগড়-১ ও ২; রংপুর-১ ও ৩; সিরাজগঞ্জ-১ ও ২; পাবনা-১ ও ২; বাগেরহাট-১, ২, ৩ ও ৪; সাতক্ষীরা-২, ৩ ও ৪; মানিকগঞ্জ-২ ও ৩; ঢাকা-২, ৪, ৫, ৭, ১০ ও ১৪; গাজীপুর-১, ২, ৩ ও ৫; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; ফরিদপুর-২ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩; কুমিল্লা ১, ২, ৬ ও ১০; নোয়াখালী ১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম ৭ ও ৮।

ইসির চূড়ান্ত তালিকায় নতুন সীমানার আসনগুলোর মধ্যে রয়েছে– পঞ্চগড়-১ (সদর-তেঁতুলিয়া-আটোয়ারী); পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ); রংপুর-১ (গঙ্গাচড়া এবং রংপুর সিটি করপোরেশনের ১-৯ নম্বর ওয়ার্ড); রংপুর-৩ (সদর, ওয়ার্ড নম্বর ১ থেকে ৯ ব্যতীত রংপুর সিটি করপোরেশন এবং রংপুর সেনানিবাস এলাকা); সিরাজগঞ্জ-১ (কাজীপুর এবং সদরের মেছড়া, রতনকান্দি, বাগবাটি ও ছোনগাছা ইউনিয়ন); সিরাজগঞ্জ-২ (সদর উপজেলার বাহুলী, শিয়ালকোল, খোকশাবাড়ী, কাওয়াকোলা, কালিয়াহরিপুর ও সয়দাবাদ ইউনিয়ন, সিরাজগঞ্জ পৌরসভা এবং কামারখন্দ); পাবনা-১ (সাঁথিয়া) ও পাবনা-২ (সুজানগর ও বেড়া); মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদরের হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়ন); মানিকগঞ্জ-৩ (হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়ন বাদে মানিকগঞ্জ সদর উপজেলা এবং সাটুরিয়া); ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা এবং ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন); ফরিদপুর-৪ (আলগী ও হামিরদী ইউনিয়ন বাদে ভাঙ্গা উপজেলা, চরভদ্রাসন-সদরপুর); সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা); সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি); সাতক্ষীরা-৪ (শ্যামনগর); শরীয়তপুর-২ (নড়িয়া-ভেদরগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো [সখীপুর থানা, আর্শিনগর, কাচিকাটা, চরকুমারিয়া, চরভাগা, চরসেনছাস, উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, ডিএমখালী ও সখিপুর ইউনিয়ন]); শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট এবং ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও, নারায়ণপুর, মহিষার ও রামভদ্রপুর ইউনিয়ন এবং ভেদরগঞ্জ পৌরসভা); ঢাকা-২ (কেরানীগঞ্জ উপজেলার তাড়ানগর, কালাতিয়া, হজরতপুর, রুহিতপুর, শাক্তা, কালিন্দি ও ভাস্তা ইউনিয়ন এবং সাভার উপজেলার আমীনবাজার, তেঁতুলজোড়া, ভার্কুতা ইউনিয়ন); ঢাকা-৩ (কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা ইউনিয়ন); ঢাকা-৪ (দক্ষিণ সিটির ৪৭ ও ৫১ থেকে ৫৪ এবং ৫৮ থেকে ৬১ নম্বর ওয়ার্ড); ঢাকা-৫ (দক্ষিণ সিটির ৪৮, ৪৯, ৫০, ৬২ থেকে ৭০ নম্বর ওয়ার্ড); ঢাকা-৭ (দক্ষিণ সিটির ২৩ থেকে ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড); ঢাকা-১০ (দক্ষিণ সিটির ১৪ থেকে ১৮, ২২ ও ৫৫ নম্বর ওয়ার্ড); ঢাকা-১৪ (ঢাকা উত্তর সিটির ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড এবং সাভার উপজলোর কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন); ঢাকা-১৯ (সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া ও সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা এবং সেনানিবাস এলাকা); গাজীপুর-১ (কালিয়াকৈর এবং গাজীপুর সিটির ৭ থেকে ১২ নম্বর ওয়ার্ড); গাজীপুর-২ (সিটি করপোরেশনের ১ থেকে ৬ ও ১৩ থেকে ৩১ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন); গাজীপুর-৩ (শ্রীপুর এবং সদর উপজেলার মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী ইউনিয়ন এবং সেনানিবাস); গাজীপুর-৫ (কালীগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪০ থেকে ৪২ নম্বর ওয়ার্ড); গাজীপুর-৬ (গাজীপুর সিটির ৩২ থেকে ৩৯ এবং ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড); নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানা [সিটি করপোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড]); নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার ফতুল্লা, এনায়েতপুর, বক্তাবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর ও আলিরটেক ইউনিয়ন); নারায়ণগঞ্জ-৫ (সিটির ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড এবং বন্দর উপজেলা); ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুয়া ইউনিয়ন); ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর এবং বিজয়নগর উপজেলার ইছাপুর, চম্পানগর, পত্তন, দক্ষিণ সিংগারবিল, বিষ্ণপুর, চর ইসলামপুর, পাহাড়পুর ও হরষপুর ইউনিয়ন); কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা); কুমিল্লা-২ (হোমনা-তিতাস); কুমিল্লা-৬ (কুমিল্লা আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস ও সদর দক্ষিণ উপজেলা); কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই); নোয়াখালী-১ (চাটখিল এবং সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা, চাষীরহাট, বজরা, সোনাপুর, দেওটি ও আমিশাপাড়া ইউনিয়ন এবং সোনাইমুড়ী পৌরসভা); নোয়াখালী-২ (সেনবাগ এবং সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও অম্বর নগর ইউনিয়ন); নোয়াখালী-৪ (সুবর্ণচর এবং সদর উপজেলার চরমটুয়া, দাদপুর, নোয়ান্নই, কাদিরহানিফ, বিনোদপুর, নোয়াখালী, ধর্মপুর, এওজবালিয়া, কালাদরাগ, পূর্ব চরমটুয়া ও আন্ডারচর ইউনিয়ন, নোয়াখালী পৌরসভা); নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ এবং সদর উপজেলার আশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন); চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া); চট্টগ্রাম-৮ (বোয়ালখালী এবং সিটি করপোরেশনের ৩ থেকে ৭ নম্বর ওয়ার্ড); বাগেরহাট-১ (সদর-মোল্লাহাট-চিতলমারী); বাগেরহাট-২ (ফকিরহাট-রামপাল-মোংলা) এবং বাগেরহাট-৩ (কচুয়া-মোরেলগঞ্জ-শরণখোলা)।

একে 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল