বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জমি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল শেখ (৪৪)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি প্রভাবশালী স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবুল শেখ দাবি করেন, দীর্ঘ ৩৫ বছর ধরে তিনি ও তার পরিবার পৈত্রিক সম্পত্তি এবং রেলের লিজকৃত জমি ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে ওই জমি দখল হয়ে যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে জমি হাতছাড়া হলেও সরকার পরিবর্তনের পর তিনি আবারও জমি ফেরত পান। তবে সম্প্রতি জমিতে কাজ শুরু করতে গেলে পুনরায় প্রভাবশালীদের হুমকির মুখে পড়েন।
তিনি জানান, গত ২৭ আগস্ট ফকিরহাট মডেল থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন। এতে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে—আব্দুল মান্নান শেখ (পিতা হাবিবুর রহমান), ফকিরহাট উপজেলা আওয়ামী লীগ নেত্রী নূর জাহান বেগম (ভানু) ও তার স্বামীকে।
এছাড়া আবুল শেখ অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আব্দুল মান্নান, নূর জাহান ভানু, বাবু, শাহিদুল, রেজা, রফিকসহ ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির নারী সদস্য, বাকপ্রতিবন্ধী ও গর্ভবতী নারীসহ একাধিক সদস্যকে বেধড়ক মারধর করা হয়। এতে তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি আরও অভিযোগ করেন, হামলার পর প্রতিপক্ষরা দখলকৃত জমিতে ঘর নির্মাণ করছে। এতে তার পরিবারের ভোগদখলীয় অধিকার হুমকির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে আবুল শেখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, দখলকৃত জমি ফেরত দেওয়া এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমআই