বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, গণিত বিভাগের সিনিয়র শিক্ষক ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
এমআই