ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোর সুগার মিলস এ ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ৩ আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম.সারোয়ার জাহান এই রিমান্ডের আদেশ দেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।
আদালত সুত্রে জানা যায়, গত ৩ আগস্ট নাটোর সুগার মিলস এ নিরাপত্তা রক্ষীদের বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।
ডাকাতির ঘটনায় মিলের ৯০ লাখ চার হাজার টাকার ভারী যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ বিষয়ে মামলা হলে সিআইডি মামলার তদন্তের দায়িত্বভার গ্রহণ করেন। তদন্ত চলাকালে গত ২১ আগস্ট মামলার প্রধান আসামি ডাকাত সরদার নাজমুলকে সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব। পরে আরো দুইজন আসামিকে গ্রেফতার করা হয়। '
আজ তিন আসামীকে আদালতে হাজির করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদ এর জন্য পাঁচ দিন রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ আসামীর প্রত্যককে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এমআই