নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, দুটি ছোট বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা সিসি টিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
মঙ্গলবার ডাকসু নির্বাচনের কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন উপাচার্য।
ঢাবি উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন ভালোভাবেই হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। মানুষের মধ্যে ব্যপক উদ্দীপনা রয়েছে। আমরা আশা করছি যথাসময়ে ভোটের কর্যক্রম শেষ করতে পারব। বিকাল ৪টার পরও যারা লাইনে থাকবে তাদেরকে পূর্ণ সুযোগ দেওয়া হবে। আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ভালো সংবাদ পেয়েছি। পুরো আয়োজনে দুইটি ছোট ঘটনা ঘটেছে। আমাদের ৮১০টি বুথ এবং প্রায় ৪০ হাজার ভোটার।
কার্জন হলে ও অমর একুশে হলে ভুলক্রমে দুটো ঘটনা ঘটেছে জানিয়ে নিয়াজ আহমেদ খান বলেন, এসবের শান্তিপূর্ণ মীমাংসা হয়েছে। যেহেতু প্রশ্ন এসেছে আমরা সঙ্গে সঙ্গে পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিয়েছি। সিসি ক্যামেরায় যেহেতু পূর্ণ কাভারেজ আছে সেসব দেখে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। দ্বিতীয় যে ঘটনা ঘটেছে, টিএসসি কেন্দ্রে। একজন শিক্ষার্থী বুথে যাওয়ার পরে ফিরে এসে একটি অভিযোগ করেছেন। তারপরও আমরা সঙ্গে সঙ্গে সেটি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সেটারও সিসি টিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ড. নিয়াজ আহমেদ বলেন, আমাদের স্বচ্ছতার কোনো ঘাটতি নেই। আমরা গণনার সময়ও ডিসপ্লের ব্যবস্থা করেছি। বহুদিন পর আমরা একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয় করার চেষ্টা করছি। এক্ষেত্রে বিজয়ী এবং বিজিত সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এমআই
এমআই