বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে। স্লোগান দেওয়া হয়েছে, ‘শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্রেও অঙ্গিকার’। এতে ভিপি, জিএস, এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়ক।
আজ বুধবার দুপুরে রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৮ সদস্যের এ প্যানেল ঘোষণা করা হয়।
এতে সহ-সভাপতি পদে লড়বেন সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব।
প্যানেল ঘোষণার ব্যাপারে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা দল, মত, মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করব। স্বতন্ত্র জায়গা থেকে যারা যোগ্য, তাঁদের নিয়ে আমরা এই প্যানেল গঠন করার চেষ্টা করেছি। আগামীর ক্যাম্পাসে সাংস্কৃতিক আবহ কেমন হবে, সেটা শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্ধারণ হবে।
প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. ইয়াসিন আরাফাত বিজয়, সহ-ক্রীড়া সম্পাদক মো. মনজু আরিফ, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মাহবুব আলম মোহন, মহিলা সম্পাদক পদে হেমা আক্তার ইভা, সহ-মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌসী তৃষা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ফাহির আমিন, সহ-মিডিয়া সম্পাদক এম শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. জাকির হোসেন।
এ ছাড়া সহ-বিতর্ক সম্পাদক আরিয়ান আহমদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আহসান হাবিব, সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে মোছা. ঈসিতা পারভীন তিথি। নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাজ্জাদ হোসাইন, মো. আরিফুল ইসলাম, হাবিব হিমেল।
এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের জন্য ৫টি পদে প্যানেল থেকে পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই পাঁচজন হলেন, মেহেদী সজীব, সালাউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, মো. জাকির হোসেন এবং আহসান হাবিব।
এই প্যানেল ছাত্রশিবিরের বি টিম হিসেবে গঠন করা হয়েছে বলে ক্যাম্পাসে গুঞ্জণ উঠেছে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আম্মার বলেন, এটাকে ডামি বা বি টিম হিসেবে বলার কোনো সুযোগ আমি দেখছি না। তারা (ছাত্রশিবির) তাদের সর্বোচ্চটা দিয়ে প্যানেল গঠন করেছেন, আমরাও আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে প্যানেল গঠন করেছি। এটা একটা তুচ্ছ অজুহাত। এই প্যানেলে যারা আছে, তারা সবাই জুলাই যোদ্ধা। এখানে যোগ্য প্রার্থীদের নিয়েই প্যানেল গঠন করা হয়েছে। এজন্য ১৮ সদস্যের প্যানেল দেওয়া হয়েছে। পরবর্তীতে যোগ্য প্রার্থী পেলে প্যানেলে তাদের আমন্ত্রণ জানানো হবে।
নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আকিল বিন তালেব বলেন, ‘শুরু থেকেই বেশকিছু বিষয়ে আমাদের কাছে অসঙ্গতি মনে হয়েছে, আমরা সেগুলোর প্রতিবাদ করেছি। সম্প্রতি হলগুলোতে যেভাবে ব্যালট নম্বর দেওয়া হয়েছে, সেটা নিয়ে বিভ্রান্তি ও অসঙ্গতি দেখা দিয়েছে। আমরা দেখেছি, কোনো একটি দলকে ব্যালটের এক নম্বর দেওয়া হয়েছে। ডোপ টেস্টের বিষয়ে নির্বাচন কমিশন তাদের কথায় স্থির নয়। নির্বাচনের এখনো অনেক সময় আছে, এ সময়টিতে কমিশন তাদের সংগঠিত করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে বলে আমরা আশা করি।’
এই প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব বলেন, আমরা যে জার্নিতে নেমেছি, সেখানে আমরা জিতব, নয়তো শিখব। আমরা এখানে হেরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা শেষ করতে আসিনি। আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি, আশা করি শিক্ষার্থীরা আমাদের বাছাই করবেন। এই আকাক্সক্ষার জায়গা থেকেই মূলত আমরা এখানে হাজির হয়েছি। শিক্ষার্থীরা যোগ্য মনে করলে ভোট দিবে, অন্যদের যোগ্য মনে করলে তাদের ভোট দিবে।
হল সংসদে প্যানেলের ব্যাপারে তিনি বলেন, আমাদের অনেক সহযোদ্ধা হলগুলোতে স্বতন্ত্র হিসেবে প্রতিনিধিত্ব করছেন। হলগুলোতে আমরা প্যানেল না দিলেও ওই প্রার্থীদের প্রতি আমাদের সমর্থন থাকবে।
এর আগে গত রোববার দুপুরে ছাত্রদল ও ছাত্রশিবির প্যানেল ঘোষণা করেন। ছাত্রশিবিরের প্যানেলে জিএস পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজাকে রেখে চমক দেয়। পরে গত সোমবার গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে আরও দুইটি প্যানেল ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ঘোষণা হয় ছাত্র ইউনিয়নের একাংশের আরেকটি প্যানেল। এ নিয়ে এখন পর্যন্ত মোট ছয়টি প্যানেলের আত্মপ্রকাশ ঘটল।
এমআই