বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিবেদক:
বাগেরহাটের ৪টি আসন পুর্নবহলের দাবিতে সর্ব দলীয় সম্মিলিত ঐক্য পরিষদের ব্যানারে ডাকা ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচির সফল করার লক্ষে বুধরবার সকল থেকেই মোরেলগঞ্জের শহরের দোকান পাট বন্ধ রেখেছেন ব্যাবসায়ীরা। নব্বইরশি ও ছোলমবাড়িয়া বাসস্টান্ড থেকে শরণখোলা, মোরেলগঞ্জ বাগেরহাট অন্ত পরিবহনসহ দূরপাল্লার বাস ও নৌ যানসহ সকল পরিবহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে।
উপজেলা নির্বাচন অফিস ও নির্বাহী কর্মকর্তার দপ্তর সহ সকল সরকারি দপ্তর গুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। বিভিন্ন সড়কে টায়ার জ¦ালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল কারীরা। বেলা ১১ টায় নির্বাচন অফিসের সামনে এ উপলক্ষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ শরণখোলা) আসনের দলিয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। সর্বদলীয় ঐক্য পরিষদের আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, সদস্য সচিব পৌর জামায়াতের আমীর মাষ্টার মনিরুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে হরতাল কর্মসূচী সফল করার লক্ষে ৯০ এর জাতীয়তা বাদী ছাত্রদল ফোরামের ব্যানারে ছাত্ররা বিক্ষোভ মিছিল শেষে নির্বাচন অফিস ঘেরাও করে কার্যালয়ের মুল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্র ফোরাম সংগঠনের পৌর শাখার সভাপতি আব্দুল হাদি নাহিদ, সহ সভাপতি মাসুম হোসেন কচি, পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, ছাত্রদল ফোরামের সহ সভাপতি আমিনুল ইসলাম বায়েজিদ, সাধারণ সম্পাদক এজাজুল ইসলাম জুয়েল, মল্লিক আবুল কালাম খোকনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন, নির্বাচন কমিশনের এ অবৈধ সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া হবেনা। বাগেরহাটের ৪টি অসনই যতক্ষন পর্যন্ত পুর্নবহলের ঘোষণা না করা হবে ততক্ষন পর্যন্ত এ আন্দোলন কর্মসূচী অব্যহত থাকবে।
এমআই