রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাবেক দুই সমন্বয়কের নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরেক সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন প্যানেলের এজিএস পদপ্রার্থী মাহায়ের ইসলাম।
প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শীত কুমার ওরাং , সাংস্কৃতিক সম্পাদক অমিত তাঞ্চঙ্গা , সহসাংস্কৃতিক সম্পাদক মো: লাদেন , ছাত্রী বিষয়ক সম্পাদক সামসাদ জাহান, সহছাত্রী বিষয়ক সম্পাদক নাদিয়া হক মিথি, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সরোয়ার জাহান নাহিদ, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুনান হাওলাদার , বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফা এবং সহবিজ্ঞান সম্পাদক শরিফুল ইসলাম।
বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপাল রায়, সহবিতর্ক সম্পাদক আর রাফি সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সহ পরিবেশ সমাজসেবা সম্পাদক এস এম রিজন।
এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেরদৌস শরিফ, ইমাম হোসাইন, হাফিজুরুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মুয়াজ।
প্যানেল ঘোষণার আগে লিখিত বক্তব্যে তাসিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়, বরং নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমরা চাই এমন একটি রাকসু, যেখানে প্রতিটি শিক্ষার্থী বুঝবে-তার শিক্ষা শুধু নিজের জন্য নয়, সেই মা-বাবা, কৃষক, শ্রমিকের জন্য, যারা এই বিদ্যাপীঠকে বাঁচিয়ে রেখেছে।সর্বজনীন শিক্ষার্থী সংসদ" কোনো দলীয় বা গোষ্ঠীগত স্বার্থে ব্যবহৃত হবে না। রাকসু হবে সকল শিক্ষার্থীর, সকল মতের, সকল শ্রেণির প্রতিনিধিত্বে গঠিত একটি সর্বজনীন নেতৃত্বের প্রতিশ্রুতি।’
এমআই