বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সিংগাতী জামে মসজিদের জমি দখলের অভিযোগে ইউপি মহিলা সদস্য শিউলি জিয়ার বিরুদ্ধে। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর ) জুমার নামাজ শেষে সদর ইউনিয়নের সিংগাতী গ্রামের জামে মসজিদের শত শত মুসল্লী ও গ্রামবাসীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন ও বিক্ষোভ শেষে মসজিদের মুসল্লিদের উপর হামলার চেষ্টা চালায় শিউলি তার দুই ছেলে এ সময়ে হুমকি দিয়ে বলেন, সাংবাদিকরা নিউজ করলে তাদের নামে মামলা করা হবে। মানববন্ধনে মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন অভিযোগ করে বলেন, শিউলী দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় কাজে লাগিয়ে মানুষের জমি দখলসহ মামলা-মোকদ্দমার ভয়ভীতি দেখিয়ে আসছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি স্বামী জিয়া ও ছেলেদের নিয়ে মসজিদের জায়গা দখল করে রেখেছেন। এমনকি একসময় খুতবার সময় মসজিদের ইমাম সাহেবের ওপরও তারা হামলা চালান।
এসময় এক মুসল্লি অভিযোগ করেন, শিউলী প্রায় ১৭-১৮ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহার করে মসজিদের জমি দখল করে রেখেছেন। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছেন। আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমানে বিএনপির পরিচয়ে চলাফেরা করেন। বক্তারা শিউলির দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেন।
এ ঘটনায় গ্রামবাসীর অভিযোগ ও শিউলির পাল্টা বক্তব্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এলাকাবাসীর একটাই দাবি মসজিদের জমি নিয়ে আর কোনো বিশৃঙ্খলা নয়। কারণ, মসজিদ সবার, মসজিদের জমি মানুষের ঈমান-আকিদার জায়গা, তাই সেটি দখলে থাকা মানে গ্রামবাসীর হৃদয়ে আঘাত করা।
মানববন্ধনে মসজিদের সাধারণ সম্পাদক সৈয়দ আল মামুন অভিযোগ করে বলেন, শিউলী দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় কাজে লাগিয়ে মানুষের জমি দখলসহ মামলা-মোকদ্দমার ভয়ভীতি দেখিয়ে আসছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি স্বামী জিয়া ও ছেলেদের নিয়ে মসজিদের জায়গা দখল করে রেখেছেন। এমনকি একসময় খুতবার সময় মসজিদের ইমাম সাহেবের ওপরও তারা হামলা চালান।
শিউলি জিয়া বলেন, আমি ৯০ সাল থেকে এই জমির দখলে রয়েছি। কখনোই আওয়ামী লীগের রাজনীতিতে মিছিল মিটিং এ ছিলাম না আমি আগেও বিএনপি করেছি এখনো বিএনপি করি। আমি আমার জায়গা নেওয়ার চেষ্টা করছি আমি কোন মসজিদের জায়গা নিচ্ছি না।
মানববন্ধনে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নেন। এ সময় বক্তারা আরও বলেন, মসজিদের জমি আল্লাহর জমি। এ জমি দখল বা লুটপাট করতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা কঠোর আন্দোলনে নামবো। পরে গ্রামবাসীরা বিক্ষোভ মিছিল বের করে শিউলির দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।
একে