রাফি উজ্জামান, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল ‘নবজাগরণ’ স্বতন্ত্র প্যানেল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে হল প্রাঙ্গণ থেকে যাত্রা করে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রচারণার অংশ হিসেবে প্রথমে তারা স্বাধীনতার প্রথম শহীদ শহীদ ড. শামসুজ্জোহা স্যারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর অগ্রণী ব্যাংক সংলগ্ন জুলাই অভ্যুত্থান স্মৃতিফলক এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কর্মসূচির শেষে আনুষ্ঠানিকভাবে প্রচারণার উদ্বোধন ঘোষণা করা হয়।
প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী জাহিদ বলেন, আমরা সৈয়দ আমীর আলী হল নবজাগরণ স্বতন্ত্র প্যানেলের সকল প্রার্থী বাংলাদেশী চেতনা ধারণ করি। জোহা স্যার আমাদের গর্ব। পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান আমাদের ঐক্যের প্রতীক। আমি জিএস প্রার্থী হিসেবে ন্যায় ও ইনসাফের আদর্শকে সামনে রেখে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চাই।
নবজাগরণ প্যানেলের ভিপি পদপ্রার্থী নাদিম বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে জোহা স্যারের আত্মত্যাগ, মহান মুক্তিযুদ্ধের শহীদদের রক্ত এবং ২৪ জুলাইয়ের ছাত্র আন্দোলনের স্মৃতি আমাদের প্রেরণার উৎস। আজ তাদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি গর্বিত। তাদের আদর্শ আমাদের পথ দেখায়। শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও স্বপ্ন পূরণের সংগ্রামে আমি সর্বদা পাশে থাকব। শিক্ষার্থীরা যদি সুযোগ দেয় তাহলে বাংলাদেশী চেতনার ধারক হিসেবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
একে